পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত মো. আলী আজম বিপ্লব (৩৫) মৃত নওসের আলী শেখের ছেলে। তিনি মাটিভাংগা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
নাজিরপুর থানার ইনচার্জ অফিসার (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, আটক কৃত আওয়ামী লীগ নেতা বিপ্লবকে আদালতে পাঠানো হয়েছে।