• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১৮:৫৩ অপরাহ্ণ
নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে চাঁপাগাছ থেকে পড়ে জুলফিকার আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে থাকা ডালপালা কাটতে গাছে উঠে।

এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওয়ারিশগন যে ভাবে চাইবে সেই ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।