• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

না‌জিরপুরে আ.লীগ নেতা সবুজ গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১৫:৪৬ অপরাহ্ণ
না‌জিরপুরে আ.লীগ নেতা সবুজ গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে একা‌ধিক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ন‌ভেম্বর) গভীর রাতে উপ‌জেলার শ্রীরামকাঠির নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুর রহমান সবুজ (৩৫) উপ‌জেলার শ‌্রীরামকাঠি ইউনিয়‌নের ভিমকাঠি গ্রা‌মের আব্দুর রব শে‌খের ছেলে। তি‌নি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সা‌বেক সভাপতি।

না‌জিরপুর থানার ওসি মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে না‌জিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে।

না‌জিরপুর উপ‌জেলা বিএন‌পির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দা‌য়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে।