• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটির সাবেক পিআইওকে আদালতে হাজিরের নির্দেশ

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ১৯:০৮ অপরাহ্ণ
নলছিটির সাবেক পিআইওকে আদালতে হাজিরের নির্দেশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে (৪০) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. রুবেল শেখ এই নির্দেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন জনান, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদি হয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আসামি করে বিজ্ঞ আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আদালতে হাজির হতে সমন দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঠিকাদারি কাজের সুবাদে বাদির বড় ছেলে মো. অনিকের সঙ্গে নলছিটির পিআইও বিজন কৃষ্ণ খরাতীর (মামলার আসামি) সু-সম্পর্ক গড়ে ওঠে। তিন মাসের মধ্য পরিশোধের শর্তে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর আসামির ব্যক্তিগত প্রয়োজনে বাদির ওই ছেলের কাছ থেকে ১২ লাখ নগদ টাকা ধার নেন বিজন কৃষ্ণ খরাতী। পরর্বতীতে তিন মাসের মধ্যে টাকা পরিশোধ না করতে পারায় পাওনাদারকে স্ব-হস্তে লিখে মোট ১২ লাখ টাকার তিনটি চেক প্রদান করেন তিনি। এরপর চেক তিনটি পুবালি ব্যাংকের নলছিটি শাখায় জমা দিয়ে তা থেকে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। চেক ডিজঅনার হওয়ার পর বিজন কৃষ্ণ খরাতীকে পাওনা টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি টাকা পরিশোধ করেননি।