• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৪, ১৭:১৮ অপরাহ্ণ
নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম মো. জিয়াউল হাসান ফুয়াদ কাজী। তিনি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন এবং চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, রোববার সারা দিন জাতীয় সংসদ নির্বাচনি কাজে ব্যস্ত ছিলেন ফুয়াদ কাজী। রাতে ডিম ও মেয়ের জন্য বিস্কুট কিনতে দোকানে যান তিনি।

দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছের চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের চত্বরে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ সময় তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে তার মাথা ক্ষত-বিক্ষত ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী লোকজন ও পথচারীরা তার লাশ ওই চত্বরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিদুল ইসলাম, নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান।

নলছিটি থানার এসআই মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে এ ঘটনা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। স্বজনদের অভিযোগ ও তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।