• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১৫:০৭ অপরাহ্ণ
নলছিটিতে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া ডিএইচ সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন।  প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম শাহ আলম, গভর্নিং বডির সদস্য আব্দুল বারেক হাওলাদার, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল, পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ইমদাদুল হক সুজন প্রমুখ। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।