• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে রান্নাঘর থেকে কিশোরের লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪, ১৯:০৫ অপরাহ্ণ
নলছিটিতে রান্নাঘর থেকে কিশোরের লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির নলছিটিতে নিজেদের রান্নাঘরের আড়ার সাথে ঝুলন্ত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কিশোরে নাম রিয়াদ মল্লিক (১৩)। সে পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মুরাদ আলী এ বিষয়টি নিশ্চিত করেন।নিহতের খালা হনুফা বেগম বলেন, রাতে রিয়াদ তার মায়ের সাথেই ঘুমিয়ে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন রান্নাঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে রিয়াদ। পরে দা দিয়ে ওড়না কেটে নিচে নামানো হয় তাকে। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মুরাদ আলী বলেন, ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।