বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠি জেলার নলছিটি থানার মগর ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন জামাল খান (৬৫) এর হাঁসের খামার ও বাড়িঘর ভাঙচুর করে স্থানীয় বিএনপির রাজনৈতিক পরিচয়দানকারী কয়েকজন সন্ত্রাসীরা।
খবর পেয়ে পুলিশ ও সেনা বাহীনির সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী জামাল খান (৬৫) তার নিজ জমিতে একটি একতলা ভবন নির্মাণের কাজ করছে, তার নিকট বিগত কয়েকদিন ধরে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে স্থানীয় বিএনপি পরিচয় দানকারী মিরাজ নামের এক ব্যাক্তি।
দাবিকৃত চাঁদা না দিলে বাড়িঘর ভাঙচুরও লুটপাটের হুমকি দেয় মিরাজ। এতে কর্ণপাত না করে ভুক্তভোগী জামাল খান বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে।
২৬ আগষ্ট সোমবার সকাল ১১ টার দিকে আকস্মিক মিরাজ এর নেতৃত্বে, শাহালম খান, নাসির খা, জাহিদ খা, লিটন, রাব্বি, শাহেদ সহ আরো কয়েকজন সন্ত্রাসী বাহিনীর হামলায় ভুক্তভোগীর নির্মিত ভবন ও সামনে থাকা হাসের খামার ভাঙচুর চালায়। তাৎক্ষণিকভাবে এতে বাধা দেয় ভুক্তভোগী জামাল খান ও তার প্রবাসী ছেলে মুন্না খান ও তার মা নুসরাত হক।
এ সময় হামলাকারীদের মারধরের শিকার হন তিনজনই। পরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী তিনজনই হাসপাতালে চিকিৎসা নিতে চলে যায়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এবং দুজনকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন। এ বিষয়ে ভুক্তভোগী জামাল খান ও তার প্রবাসী ছেলে মুন্না খান বলেন, বিএনপি নেতা পরিচয় দানকারী মিরাজ বিগত কয়েকদিন ধরেই ৫ লক্ষ টাকা দাবি করে আসতেছিল টাকা না দেয়ায় আমাদের বাড়ি ঘর ভাঙচুর করে প্রায় চার লক্ষ টাকা লুট করে নিয়ে যায়, এছাড়া আমাদের হাঁসের ফার্ম ভাঙচুর করে, এবং আমাদের মারধর করে। স্থানীয়দের সহযোগিতায় আমরা নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হই।
প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাইছি এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত মিরাজের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সাথে কথা বলে জানাযায় মিরাজ ঘটনার পরে গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।