• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ২০:৪৫ অপরাহ্ণ
নলছিটিতে গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ির একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)। তারা রায়াপুর এলাকার মুদি দোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে।

এ কারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে। এ কারণে আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।