• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১৮:৩৯ অপরাহ্ণ
নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হৃদয় হাওলাদার ওই এলাকার মো. ফরিদ হাওলাদারের ছেলে।

এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ওই কিশোরীর মা নলছিটি থানায় বাদী হয়ে ২৫ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।