• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ১৭:২৭ অপরাহ্ণ
নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন, সদস্য এনামুল হক নান্টু ও কুশংগল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, সদর থানার একটি মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।