• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রিজে ফাটল

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৫, ২০২৪, ১৫:৫১ অপরাহ্ণ
নলছিটিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রিজে ফাটল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির নলছিটিতে উদ্বোধনের আগেই নবনির্মিত একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণকাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি বিলের খালের ওপর ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। কিন্তু উদ্বোধনের আগেই ব্রিজটিতে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণে বিস্তারিত তথ্য জানতে চাইলে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর ও উপ সহকারী প্রকৌশলী মঈনুল আযম।

কবির হোসেন হাওলাদার, আব্দুল রাজ্জাক, মজিবুর রহমান, জামাল হাওলাদার শিউলি বেগম, পারুল বেগম, সাজেদা বেগম নামে একাধিক স্থানীয়রা বলেন, মাত্র ১ থেকে দেড় মাস আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়। আমরা যখন মাটি কেটে ভরাট শুরু করেছি তখনই ফাটল দেখা দিয়েছে। এটা কি কোনো কাজ? ব্রিজটি যদি মজবুত না হয় তাহলে লাভ কি? আমাদের দাবি এই ব্রিজ ভেঙে পুনরায় নির্মাণ করা হোক। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. রুবেল বলেন, এটি ফাটল নয়। এতে তেমন ক্ষতি হবে না। এটিকে সংস্কার করে দেওয়া হয়েছে। নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, প্যাকেজ প্রজেক্টে বরাদ্দের মাধ্যমে কাজ হয়েছে। ব্রিজে একটু সমস্যা হয়েছে শুনে ঠিকাদারকে সমাধানের জন্য নির্দেশনা দিয়েছি। যদি সমাধান না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্রিজের বাজেট কত ছিল তা জানাতে পারেননি এ কর্মকর্তা।