নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি এলাকা থেকে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি মো. সোহেল হাওলাদারকে (২৭) আটক করেছে পুলিশ। আজ শনিবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল হাওলাদার বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকার আ. জলিল হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানায় এসআই আশ্রাফুল ইসলাম, এএসআই মারুফ আহম্মেদ ও কুহিন আহম্মেদ শিপনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে।
আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এএসআই মারুফ।