সাইফুল ইসলাম।।
কৃষককে লোন না দেয়ায় কৃষি ব্যাংক ম্যানেজারকে জুতাপেটা করলেন ইউপি চেয়ারম্যান কবির। ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার শাখার কৃষি ব্যাংক ম্যানেজার ও সেকেন্ড অফিসারকে মারধর করছেন পাশ্ববর্তী মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন। গতকাল দুপুরে তালতলা বাজার শাখার কৃষি ব্যাংক কার্যলয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ১০ হাজার টাকা লুট করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবী করেছেন। স্থানীয় কয়েক শত মানুষের সামনে ম্যানেজারকে জুতা পেটা করেন চেয়ারম্যান কবির হোসেন।
ব্যাংক ম্যানেজার মোস্তাইনুর রহমান জানান, ইতিপূর্বে মোল্লারহাট ইউনিয়নের কৃষক তোফাজ্জেল হোসেন জমির দলিল বন্ধক রেখে ১ লাখ টাকা লোনের আবেদন করে। তদন্ত করে জানাযায় দলিলের জমি অন্য লোকের কাছে বিক্রির জন্য বায়নাপত্র করা হয়েছে। তাই এই জমির দলিলের উপর লোন প্রদান করা সম্ভব নয়। কিন্তু কৃষক তোফাজ্জেল হোসেন অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তা সত্বেও তার ছেলে নাসির উদ্দিনকে সাথে নিয়ে চেয়ারম্যান তার লোকজন সহ ব্যাংকে প্রবেশ করে। এসময় আমি তার কাছে এ বিষয়ে অপারগতা জানালে সে আমাকে মারধর করতে করতে ব্যাংকের নীচে নামিয়ে অকথ্য গালাগাল করে। এ ঘটনার সময় আমাকে বাঁচাতে এগিয়ে এলে সেকেন্ড অফিসার কবির উদ্দিনকেও মারধর করে চেয়ারম্যানের লোকজন।
এ বিষয়ে চেয়ারম্যান কবির হোসেন জানান, ম্যানেজার আমি ঐ কৃষককে লোন দিতে বললে সে আমাকে লোন দিবে বলে আমাকে একাধিবার জানিয়েছে। কিন্তু দরিদ্র কৃষককে সে লোন না দিয়ে কালক্ষেপন করতে থাকে। কৃষকের কাছে ১ লাখ টাকায় ৫ হাজার টাকা উৎকোচ দাবি করে। কৃষক ৪ হাজার টাকা দিয়ে বাকি ১ হাজার টাকা আজ সোমবার দেয়ার প্রতিশ্রুতি দেয়। আমি লোন না দেয়ার ব্যাপারটি জানতে চাই। সে কোন সদ্যুত্তর দিতে না পারায় তাকে আমি জুতা পিটা করেছি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন পিপিএম জানান, ঘটনার খবর পেয়ে সেখানে অফিসার পাঠিয়েছি। কৃষি ব্যাংকের কর্মকর্তারা থানায় অভিযোগ দিতে এসেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।