• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত মে ২১, ২০২৪, ২০:৫১ অপরাহ্ণ
নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুলকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে দপদপিয়া ইউপি কেন্দ্রে মোটরসাইকেলযোগে প্রবেশ করেন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল।

ওই মোটরসাইকেল রিটার্নিং কর্মকর্তা অনুমোদিত না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ তাকে আটক করেন। ঘণ্টাখানেক পরে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ।