• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ১৮:১৮ অপরাহ্ণ
নলছিটিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলড্রেস ক্রয়ের জন্য এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন, যুগ্ম আহ্বায়ক এইচ.এম সিজার, সিনিয়র সদস্য অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. অ্যাড. গোলাম মাওলা শান্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মল্লিক, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক মো.জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক গাজী আরিফুর রহমান, মশিউর রহমান খান প্রমুখ।

প্রসঙ্গত, আর্থিক অস্বচ্ছল কারণে ওই শিক্ষার্থীরা যে যার মতো করে স্কুলে কাপড় পড়ে যেত। আর এই বিষয়টি নজরে আসে নলছিটি উপজেলা প্রেসক্লাব সদস্যদের। এরপরই স্কুলড্রেস ক্রয়ের ওই সিটিজেন ফাউন্ডেশনের সহায়তায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।