• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নয়াপল্টনের ডিআর টাওয়ারে ভয়াভহ আগুন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১৬:০৬ অপরাহ্ণ
নয়াপল্টনের ডিআর টাওয়ারে ভয়াভহ আগুন

বিডি ক্রাইম ডেস্ক॥ রাজধানীর নয়াপল্টনের কালভার্ট রোডে ডিআর টাওয়ারের ১২ তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

আজ বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

 

তিনি জানান, নয়াপল্টনে অবস্থিত বহুতল ভবন ডিআর টাওয়ারে আগুন লেগেছে। ভবনটির ১২ তলায় আগুন লাগার খবর পেয়েছি। তবে কেউ কেউ বলছেন– ১৩ তলায়ও আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ কিংবা ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।