• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন কারিকুলামে অসংগতি দূরীককরণের দাবীতে বরিশালে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪, ১৯:০৩ অপরাহ্ণ
নতুন কারিকুলামে অসংগতি দূরীককরণের দাবীতে বরিশালে মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ নতুন কারিকুলামে অসংগতি দূরীকরণ, পাঠ্য পুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব কে স্বপদে পুনর্বহালের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ লোকমান হাকিম।

বক্তব্য রাখেন, শিক্ষক ফোরাম বরিশাল জেলা সদস্য মাওলানা মোঃ জাকির হোসাইন, জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুফতি নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা কাউসারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মাওলানা মোঃ সানাউল্লাহ, শিক্ষক নেতা মোঃ আহসান হাবিব, নগর ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রচলিত শিক্ষা কারিকুলামকে বাস্তবসম্মত সংশোধন, ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় দূরীকরণ হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডার কে প্রমোট করা বন্ধ ও ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক জনাব আসিফ মাহতাব স্যারকে স্বপদে পুনর্বহালের দাবি করেন।