বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের মানুমিয়া লেনের চুন্নু মিয়া স্বরনীর ড্রেনেজ ব্যাবস্হার বেহাল দশা।গত বছরে সিটি নির্বাচনের কিছুদিন পূর্বে সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদারের নির্দেশে কাজ শুরু হলে তা বন্ধ হয়ে যায় নির্বাচনে তার পরাজয়ের পরে। সেই থেকে অদ্যবধি পর্যন্ত কাজ বন্ধ থাকায় অত্র গলির জনসাধারনরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ড্রেন খোলা থাকায় প্রতিদিন ঘটছে ছোটখাটো দূর্ঘটনা।এ বিষয়ে বিস্তারিত জানতে উক্ত লেনের বাসিন্দা মোঃ রুবেল খান জানান ড্রেন খোলা থাকায় বাচ্চারা প্রায়ই পরে যাচ্ছে এবং এলাকাতে প্রচুর পরিমানে মশার উপদ্রব বেড়ে গেছে। এসব বিভিন্ন ধরনের সমস্যা থেকে পরিত্রান পেতে এলাকা বাসীর একটাই দাবী সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্হা করা হোক। তাই এ ব্যাপারে ২১নং ওয়ার্ডের নবাগত কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্না ও মেয়র মহোদয়ের সু দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।