• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে

নগরীতে ৫ জাটকা মাছ ব্যবসায়ী আটক

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ
নগরীতে ৫ জাটকা মাছ ব্যবসায়ী আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ নগরীতে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। রোববার (২৮ জানুয়ারী) চালানো অভিযানে পাঁচ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, রোববার দুপুর ১২ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর নগরীর রুপাতলী হাউজিং এলাকায় অভিযান চালায়।

এসময় পাঁচ ভ্রাম্যমান খুচরা ব্যাসায়ীকে জাটকা মাছসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার দ্বীন এ আলম ও ওসি মোঃ জলিল।

আটককৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার মোঃ কাজল হাওলাদার, একই এলাকার মোঃ রিয়াজ সরদার, বেলতলা এলাকার মোঃ মিলন হোসেন, টুঙ্গীবাড়িয়া এলাকার মোঃ শাওন হাওলাদার ও চন্দ্রমোহন এলাকার মোঃ দেলোয়ার হোসেন। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বন্টন করা হয়।