• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নগরীতে লেবারদের ভয়ভীতি দেখিয়ে এএসআই কামালের ঘুষ বাণিজ্য

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০১৯, ১৪:০৯ অপরাহ্ণ
নগরীতে লেবারদের ভয়ভীতি দেখিয়ে এএসআই কামালের ঘুষ বাণিজ্য

ঘুষ বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর কাশিপুরে লেবারদের ভয়ভীতি দেখিয়ে ঘুষ বাণিজ্যর অভিযোগ উঠেছে এএসআই কামালের বিরুদ্ধে। এমন ঘটনা এএসআই কামালের নিত্য দিনের বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে ডি আইজ অফিস সংলগ্ন লাদেন সড়কে। এলাকাবাসীর একাধিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় আলমগীর আকনের বাড়ীতে টিউবওয়েলের লেবাররা কাজ শেষে খিচুড়ি খাবার আয়োজন করেন। সে সময় লেবারদের মধ্যে কয়েকজন তাস খেলতে ছিলো। এমন সময় সাদা পোশাকে হাজির হন এয়ারপোর্ট থানার এএসআই কামালসহ দুজন, সাথে থানার দালাল সেলিম মহুরি। ঘটনাস্থলে গিয়ে লেবার সর্দার নজরুলসহ ১৪/১৫ জন লেবারকে থানায় আটক করে নেয়ার ভয়ভীতি দেখিয়ে হাতায় ঘুষের ১৬,০০০ টাকা যার মধ্যস্থতা করেন দালাল সেলিম মহুরি। এসময় ওই এলাকার মুক্তিযোদ্ধার সন্তান আতিক তাদের প্রশ্ন করে যে আপনারা থানার পুলিশ? তাহলে আপনাদের পোশাক থাকবেনা? আতিকের এমন প্রশ্নে খেপে গিয়ে আতিককে বেধরক মারধর করেন এএসআই কামাল। ডিউটি থাক বা না থাক নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাসিয়ে দেওয়ার নাম করেও টাকা হাতায় এএসআই কামাল। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, ঘটনাটি আমার জানা নেই খোজ খবর নিয়ে দেখবো। যদি কেউ অপরাধ করে শাস্তি তাকে পেতেই হবে।