• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নগরীতে রিবস এডমিশন কোচিং এর নবীন বরন ও সংবর্ধনা

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ২১:৪৬ অপরাহ্ণ
নগরীতে রিবস এডমিশন কোচিং এর নবীন বরন ও সংবর্ধনা

শাওন অরন্য ॥ আজ ৩০ জুন রবিবার বরিশাল রিবস এডমিশন কোচিং এর আয়োজনে ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস এর সহোযোগিতায় তন্ময় কমিউনিটি সেন্টারে অনুস্ঠিত হল নার্সিং ছাত্রছাত্রীদের নবীন বরন ও ম্যাটস আইএইচটি ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা।

স্বপ্ন তোমাদের, লক্ষ্যে পৌছানোর দায়িত্ব আমাদের এই স্লোগান নিয়ে রিবস এডমিশন কোচিং বরিশালে অনেক দিন ধরে ছাত্রছাত্রীদের সেবা দিয়ে আসছে।

এ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এস এম সিরাজুল ইসলাম।

অনুস্ঠানে সভাপতিত্ব করেন রাজধানী ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ স্বপন কুমার মিত্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন,ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (ফিন্যান্স এন্ড কমিউনিকেশন) লিটু আহসান।ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহযোগি অধ্যাপক, সুদীপ কুমার নাথ।

আরো উপস্থিত ছিলেন, রিবস এডমিশন কোচিং এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও ব্যাবস্থাপনা পরিচালক জুয়েনা নীতি।

এছাড়াও উপস্থিত ছিলেন, আইএইচটি বরিশালের প্রভাষক সুবোধ রঞ্জন মন্ডল, তাহেরুল ইসলাম সুমন, মাইদুল ইসলাম সুমন,মিজানুর রহমান মিজান,জন তিলক,রাকিবুল হোসেন জীবন।

অনুস্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এ বি এম আনাস।

পবিত্র কোরআন তিলওয়াত এর মাধ্যমে অনুস্ঠানের সুচনা করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন রিবস এডমিশন কোচিং এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়াও অনুস্ঠানে বক্তব্য রাখেন আইএইচটি বরিশালের প্রভাষক সুবোধ রঞ্জন মন্ডল ও মিজানুর রহমান মিজান।

এছাড়াও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস এর ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন,অর্পিতা, শুভ্রদেব, সজল, রানা, মনিমুক্তা, শান্তা ও সাওদা।

অনুস্ঠানটি সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৬ টায় শেষ হয়।