নিজস্ব প্রতিবেদক।।
নগরীতে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রেজভি (৩৪) ওরফে কাতলা রেজভিকে ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার রাতে এসআই আরাফাত হাসান তাকে আটক করেন। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত যুবলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নবগ্রাম রোড এলাকায় মাদকেরর বাজার নিয়ন্ত্রন করে আসছে রেজভি। রোববার রাতে নগরীর বিএম স্কুলের সামনে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আরাফাত হাসান ইয়াবাসহ কাতলা রেজভিকে আটক করে। রেজভি নবগ্রাম রোড এলাকার বাসিন্দা সওকত আলি সমাজদারের ছেলে ও বরিশাল মহানগর যুবলীগের সদস্য । সে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। আটক রেজভির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।