নিজস্ব প্রতিবেদক \ কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেছেন, জনগন ক্ষমতাসীন সরকারের দুঃশাসনে অতিষ্ঠ। গনতন্ত্র আজ অবরুদ্ধ। এই রকম এক পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে সারাদেশের ন্যায় বরিশালেও ধানের শীষের জোয়ার উঠেছে। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান ক্ষমতাসীন সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগীতায় পুলিশ প্রশাসনের মাধ্যমে সারাদেশের ন্যায় আমার নির্বাচনী এলাকায় ধানের শীষ সমর্থকসহ দলীয় নেতা কর্মীদের গনহারে গ্রেফতার করছে। কোন ওয়ারেন্ট ছাড়াই নেতাকর্মীদের বাসায় বাসায় তলøাশী চালাচ্ছে, ভয়ভীতি হুমকি প্রদর্শন করছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এসময় বিএনপির প্রার্থী সরওয়ার আরো বলেন, গত বুধবার হাতেম আলী কলেজ এলাকায় আমার সহধর্মীনি সৈয়দা নাসিমা সরওয়ার মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করতে যান। গনসংযোগকালে বিনা কারণে তাকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ এবং সেই সময়ই সেখান থেকে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেন। এর আগে রাতে বাসা থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি আহসান কবির হাসান এবং দিনের বেলা দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা থেকে বিএনপি নেতা মন্টু খান সহ অনেককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গত পরশু রাত থেকে কোন ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গণগ্রেফতার শুরু করেছে। তাও আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। সেই রাত থেকে এই পর্যন্ত ধানের শীষ প্রতীকের ২৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আবার জামায়াতের কোনো কার্যক্রম না থাকলেও তাদের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ৪টি মামলা হয়েছে। যার মধ্যে একটি গায়েবি মামলা। তিনি বলেন, এমতাবস্থায় নির্বাচনের নিরপেক্ষতা স্পষ্টভাবেই প্রশ্নবিদ্ধ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু নেই। এমন অবস্থা অব্যাহত থাকলে, নির্বাচনে আমার দলীয় নেতাকর্মীরা আটক থাকলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল প্রমূখ।