• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে মেঘনার পাড়ে

ধানক্ষেত থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত মে ৮, ২০২৪, ১৮:১৮ অপরাহ্ণ
ধানক্ষেত থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধ : ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীরের ধানক্ষেত থেকে অজ্ঞাত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলার শরিফ পাড়া এলাকার মেঘনা নদীর তীরবর্তী একটি ধান ক্ষেত থেকেওই লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ধান ক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কুকরি-মুকরি ফাঁড়ি থানার নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে কুকরি-মুকরি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. নজরুল ইসলাম খন্দকার বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। অজ্ঞাত ওই লাশটি আনুমানিক ৩৫ বছর বয়সী কোনো যুবকের হবে। লাশের গায়ে হালকা বেগুনি রঙের গোল গলা গেঞ্জি ছিল। এছাড়া লাশটি অর্ধগলিত হওয়ায় নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। অজ্ঞাত ওই যুবকের লাশটি ময়নাতদন্তেরর জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।