• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১৪:৫৭ অপরাহ্ণ
দেশে করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥

বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪-এ।

আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। তিনি আরও জানান, করোনাভাইরাসে বাংলাদেশে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন মোট ২ জন।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউরোপের অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। পরিস্থিতি মোকাবেলায় আমরা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। চীনের উহানে যেসব মেডিকেল কর্মী কাজ করেছেন তাদের এখানে এনে স্থানীয় মেডিকেল কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

বিডি-ক্রাইম/প্রতিনিধি/এএশাওন