বিডি ক্রাইম ডেস্কঃ দেশের সবচেয়ে দূষিত জেলার তালিকায় শীর্ষে গাজীপুর। এর পরেই ঢাকার নাম। দূষিতের তালিকায় নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে। আর সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা মাদারীপুর। গাজীপুরে বায়ু দূষণের মাত্রা ২৬৩ দশমিক ৫১ মাইক্রোগ্রাম, ঢাকায় ২৫২ দশমিক ৯৩ মাইক্রোগ্রাম এবং নারায়ণগঞ্জে ২২২ দশমিক ৪৫ মাইক্রোগ্রাম। আর মাদারীপুরে বায়ু দূষণের মাত্রা প্রতি ঘনমিটারে ৪৯ দশমিক ০৮ মাইক্রোগ্রাম।
দেশে বর্তমানে কম হতদরিদ্র মানুষ বসবাসের তালিকায়ও দ্বিতীয় স্থানে মাদারীপুর। এ জেলার বেশির ভাগ মানুষের বাস দারিদ্র্যসীমার ওপরে। এ পরিসংখ্যানে প্রথম স্থানটি নারায়ণগঞ্জের।
কিন্তু অবাক করা বিষয় হলো, নারায়ণগঞ্জে হতদরিদ্র কম থাকলেও শিক্ষায় সবচেয়ে পিছিয়ে আছে ঢাকার পাশের এ জেলা। নারায়ণগঞ্জ জেলাতেই কিনা ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে ১৮ দশমিক ৪২ শতাংশই স্কুলে যাচ্ছে না। মাদারীপুর জেলা শিক্ষার হারের দিক দিয়েও ভালো অবস্থানে। কিন্তু অদ্ভুত কি জানেন, সবকিছুতে মাদারীপুর ভালো অবস্থানে থাকলেও এ জেলায় কোনো কলকারখানা নেই। নেই বড় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি অন্যান্য জেলার তুলনায় চিকিৎসা ব্যবস্থাও ভালো নেই।
অথচ বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে মাদারীপুর জেলার অনেক মানুষ রয়েছেন। সদিচ্ছা থাকলে এক বছরের মধ্যেই জেলার চেহারা পাল্টে দেওয়া যায়।
একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজের অভাব এ জেলার মানুষ প্রতিনিয়ত টের পাচ্ছে। মাদারীপুর জেলার শীর্ষ নেতাদের কাছে একটা দাবি, নিজেদের মাদারীপুরবাসীর কাছে স্মরণীয় এবং বরণীয় করে রাখেন। আজীবন কৃতজ্ঞ চিত্তে মানুষ স্মরণ রাখবে আপনাদের।
মাদারীপুরবাসীর খুব ছোট্ট চাওয়া, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ। আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে এ চাওয়া পূরণ করতে।