• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশের মানুষের জন্য তথ্য প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করা হয়েছে – প্রধান তথ্য কমিশনার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১৮:১৮ অপরাহ্ণ
দেশের মানুষের জন্য তথ্য প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করা হয়েছে – প্রধান তথ্য কমিশনার

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে তথ্য অধিকার আইন-২০০৯ এর মাধ্যমে দেশের মানুষের জন্য মৌলিক অধিকার এর আওতায় তথ্য প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করা হয়েছে। যার সুফল জনগণ পাচ্ছে। তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি,স্বায়িত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন সভায় এসময় তথ্য কমিশন এর পরিচালক ডক্টর আবদুল হাকিম, জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামসহ জনপ্রতিনিধি এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।