• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশের মঙ্গল কামনায় নামযজ্ঞানুষ্ঠান ও বিশেষ প্রাথর্না

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
দেশের মঙ্গল কামনায় নামযজ্ঞানুষ্ঠান ও বিশেষ প্রাথর্না

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ জাতি বর্ন ধর্ম গোত্র ভেদাভেদ ভুলে দেশের সকল মানুষের মঙ্গল কামনায় শ্রীগুরুসংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ৪৩ তম বার্ষিক উৎসব ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুক্রবার দুপুরে মহোৎসবের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বরগুনার বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরুসংঘের মন্দির প্রাঙ্গণে গত সোমবার রাতে অধিবাস, শ্রীমদ্ভাগবত, শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, মঙ্গল আরতি, বিশেষ প্রার্থণা ও অন্নপ্রসাদ বিতরণের মধ্যে শুরু হয়ে আজ শুক্রবার (২১ মার্চ) সকালে সমাপ্ত হয়েছে। এছাড়া দেশের সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রাথর্না অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের অনুষ্ঠান পত্রে জানা গেছে, গত মঙ্গলবার ব্রহ্মমুর্হূত (ভোররাত) থেকে ২৪ প্রহরব্যাপি ( বিরামহীন ৭২ ঘন্টা) তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়ে আজ শুক্রবার সকালে সমাপ্ত হয়। শুক্রবার দুপুরে মহোৎসবের মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটছে।

এতে দেশের ৬ টি খ্যাতনামা কির্ত্তনীয়া সম্প্রদায় নাম সুধা পরিবেশন করেন। খুলনা থেকে শ্রী কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, ভোলা থেকে বিনোদ বিহারী সম্প্রদায়, মানিকগঞ্জ থেকে লক্ষ্মী নারায়ন সম্প্রদায়, সাতক্ষীরা থেকে জয় গৌর ও কৃষ্ণ গোপাল সম্প্রদায় এবং বাগেরহাট থেকে আদি রাধাগোবিন্দ সম্প্রদায় নাম সুধা পরিবেশন অংশ নেয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারি প্রতিদিন ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করেন।

আয়োজকবৃন্দের পক্ষে অনুষ্ঠান উদযাপন কমিটি সভাপতি উত্তম কর্মকার এবং সম্পাদক রতন দত্ত বলেন, দেশের সকলের মঙ্গল কামনায় শ্রীগুরুসংঘের উদ্যোগে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।