• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশব্যাপি সকল ধর্ষণকারীদের সর্বচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবীতে বরিশালে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ১৪:৪৯ অপরাহ্ণ
দেশব্যাপি সকল ধর্ষণকারীদের সর্বচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবীতে বরিশালে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন

????????????????????????????????????

শামীম আহমেদ ॥ চিৎকার করো মেয়ে, দেখি কত দুর গলা যায়, আমাদের শুধু হাতে মোমবাতি হাথে নিরব থাকার দায় এই শ্লোগান নিয়ে দেশব্যাপি শিশু ও নারী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মুত্যুদণ্ড চেয়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অমৃত লাল দে মহা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৪ই জুলাই) বেলা সাড়ে ১২ টায় অমৃত লাল দে মহা বিদ্যালয় সংলগ্ন অমৃত লাল দে সড়ক দাড়িয়ে এ কর্মসূচী পালন করে। কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে,সহকারী অধ্যাপক খলিলুর রহমান,সহকারী অধ্যাপক দুলাল মজুমদার,প্রভাষক টুনু রানী কর্মকার,প্রভাষক বৈশাখী চক্রবর্তী,প্রভাষক অনিতা রানী বসু, প্রভাষক লিঙ্কন দাস,প্রভাষক দেবাশিষ চক্রবর্তী,প্রভাষক পার্থ সারতি শর্মা,প্রভাষক বিউটি সুলতানা খানম ও মোঃ সায়েম হোসেন, মহানগর আওয়ামীলীগ নারী নেত্রী নিগার সুলতানা হনুফা সহ বিভিন্ন শিক্ষার্থীরা।

বক্তরা এসময় বলেন যত দ্রুত সম্ভব দেশব্যাপি ক্যানসারের মত ছড়িয়ে পড়া এসকল ধর্ষণকারীদের আইনের আওতায় এনে ট্যাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে এধরনের ক্যানসার নিমূর্ল করার জন্য সরকারের প্রতি জড়ালো দাবী করেন তারা।