• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৯, ২০২২, ২২:২৭ অপরাহ্ণ
দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঈদুল আজহা উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

 

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩৭ সেকেন্ডের এই ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়েছে।

বিটিভির ফেসবুক পেজেও ভিডিওবার্তাটির লিঙ্ক দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মোবাইল অপারেটের মাধ্যমে অডিও কলেও প্রধানমন্ত্রীর রেকর্ড করা এই বার্তাটি পৌঁছে দেওয়া হচ্ছে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী। আসলামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।