চরফ্যাশন প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাশনে স্ট্যাম্প জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করছেন দক্ষিণ আইচা থানা পুলিশ। ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে দক্ষিণ আইচা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত ওই আসামির নাম মো. শাহাবুদ্দিন (৩৬)। তিনি উপজেলার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
দক্ষিণ আইচা থানার এএসআই সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জৈনিক এক ব্যাক্তি ২০০৭ সালে আদালতে স্ট্যাম্প জালিয়াতি মামলা দায়ের করেন।যার মামলা নং সি আর ৩২৫/০৭ উক্ত মামলাটি ২০২১ সালে শুনানি শুরু হলে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত আসামীকে ১৭ মাসের জেল ও অনাদায় ২ হাজার টকা জরিমানা করেন। কিন্তু আসামি শাহাবুদ্দিন গ্রেপ্তার এড়াতে দীর্ঘ তিন বছর ধরে পালিয়ে ছিলেন। এএসআই সাইফুল আরও বলেন, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর নির্দেশনায়,দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদের তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ।