• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দূর্নীতি প্রতিরোধ করতে চরফ্যাশনে আইন শৃঙ্খলা কমিটির আহবান

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৬, ২০২৪, ২০:২৭ অপরাহ্ণ
দূর্নীতি প্রতিরোধ করতে চরফ্যাশনে আইন শৃঙ্খলা কমিটির আহবান

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির ও মাসিক সমন্বয় সভায় দূর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বুধবার সকাল ১১ টায় চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া,

মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফরুক মিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মো রোকনজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন,

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান ছালাম হাওলাদার। বক্তরা বলেন, দূর্নীতি এখন সমাজের ভাইরাস, এই সকল দূর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। আমাদের সমাজ থেকে বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদককে প্রতিহত করতে হবে। প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও সদস্যদেরকে দূনীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।