চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশনের উত্তর আসলামপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে থাকে অনাচার। দুর্গন্ধে প্রবেশ করা যায়না। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাহিমা বেগমের কন্যা শিশু দ্বিতল ভবনের প্রবেশ পথে পায়খানা করে রাখে।এই প্রতিবেদক গিয়ে দেখলেই শিক্ষিকা রাহিমা বেগম তাকিয়ে থাকেন।এই ভাবেই প্রায় স্কুলে অনাচার করে থাকে বলে শিক্ষার্থীগন অভিযোগ করে। রবিার দুপুরে সরেজমিন গিয়ে এমন তথ্য ফুটে উঠে।
স্থানীয়দের অভিযোগ স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় উপস্থিত হয়না। এতে শিক্ষকের কোন মাথা ব্যথা নেই। তারা স্কুলে এসে গল্প করে চলে যায়। বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ রাহিমা বেগম তার সন্তান নিয়ে ব্যস্ত থাকেন ক্লাসের কোন খবর তার কাছে থাকেনা। শিক্ষার্থী আসল কিংবা গেলো তা তোয়াক্কা করেননা। তার স্বামী স্ত্রীকে নিয়ে স্কুলে আসেন তারও ব্যবহার সন্তষজনক নয়। শিক্ষিকার স্বামী ন্যশনাল ব্যাংকের সামনে বিকাশের দোকান রয়েছে।
বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে চেয়ার, টেবিল ছাড়া কোন শিক্ষাথী পাওয়া যায়নি। দুপুরের প্রহর গুনেন শিক্ষকেরা। সরকারি নিয়ম রয়েছে ৯-৪টা এই নিয়ম এই বিদ্যালয় কোনদিন কার্যকর হয়না বলেও অভিযোগ অভিভাবকের।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ক্লাস্টারের দায়িত্বে) আমজাদ হোসেন বলেন, আমি আগামী(আজ)১০ জুন বিদ্যালয় গিয়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন বলেন, আমি ক্লাস্টার শিক্ষা অফিসারকে বলেছি ব্যবস্থা নেয়ার জন্যে নচেৎ আমি দেখবো।