• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকীতে ৪২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩, ১৪:৪৯ অপরাহ্ণ
দুমকীতে ৪২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর দুমকীতে ৪২ কেজি গাঁজা জব্দ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা সংস্থা। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার লেবুখালী ভাঙ্গার মোড় কাঁঠালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার লেবুখালী ভাঙ্গার মোড় কাঁঠালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিন চালিত অটোরিক্সা থেকে ৪টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪২ কেজি গাঁজা জব্দ সহ ফিরোজ খান (৪০), ও মো. খোকন শরীফ, কে গ্রেপ্তার করেছে। এ সময় মূল আসামি মো. কালাম পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে লেবুখালী পৌঁছে দেওয়া হয়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে।