• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকীতে হামলা করলো ছাত্রলীগ, গ্রেফতার ছাত্রদল নেতা!

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৩, ১৬:১৫ অপরাহ্ণ
দুমকীতে হামলা করলো ছাত্রলীগ, গ্রেফতার ছাত্রদল নেতা!

পটুয়াখালীর দুমকী সরকারি জনতা কলেজে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস অনুষ্ঠান (নবীনবরণ) উপলক্ষে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দুই নেতাকর্মী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে।

রোববার (৮ অক্টোবর) পরিচিতি ক্লাস অনুষ্ঠান শুরুর আগে সকাল ১০টার দিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসের গেটে অবস্থান নেন উপজেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমরান হোসেন ও নাইম মৃধা’র নেতৃত্বে অপর একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয় এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ ফটকে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, ‘আমাদের উপর হামলা করা হয়েছে, এতে আমাদের দুজন নেতাকর্মী আহত হয়েছেন, আমরা দুমকী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করব।’

সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার বলেন, ‘অনুষ্ঠান চলাকালে বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কে বা কারা আহত হয়েছে তা জানা নেই।’

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’