• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকীতে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ১৮:০৪ অপরাহ্ণ
দুমকীতে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

 

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর দুমকীতে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুল মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।