• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে মাইক্রোবাসের চাপায় এক নারীর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৬:০৬ অপরাহ্ণ
দুমকিতে মাইক্রোবাসের চাপায় এক নারীর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আছিয়া বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুন এর স্ত্রী আছিয়া বেগম ঔষধ আনার জন্য বাড়ি থেকে বের হয়ে লেবুখালী পায়রা পয়েন্ট দিকে নাতিকে নিয়ে রওয়ানা হয়।

পথিমধ্যে কৃষি গবেষণার সামনে গেলে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে ছুটে আশা একটি মাইক্রোবাস রাস্তা পারাপারের সময় আছিয়াকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আছিয়ার মৃত হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস সনাক্তের কাজ চলছে।