• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে চোলাই মদসহ গ্রেফতার ২

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১৯:৪৮ অপরাহ্ণ
দুমকিতে চোলাই মদসহ গ্রেফতার ২

পটুয়াখালীর দুমকিতে ৫০০ মিলিলিটারের ২বোতল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ রণি মৃধা (২৫) ও নয়ন (১৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার শ্রীরাপুর গ্রামের ৪নং ওয়ার্ডের বটতলা এলাকার নিজ বাড়ি থেকে চোলাই মদ তৈরিকালে উনুনের ওপর সিলভারের পাতিলে অন্তত ৩ হাজার মিলি মিটার হলুদ রংয়ের তরল উপকরণ, ৫০০ মিলি লিটারের ২ বোতল চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের বটতলা এলাকার মৃধা বাড়ির নুর হোসেন মৃধার পাকেরঘরের উনুনের ওপর চোলাইমদ তৈরিকালে রণি মৃধা ও তার সহযোগী নয়ন নামে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় একটি সিলভারের পাতিলে অন্তত ৩ হাজার মিলি মিটার হলুদ রংয়ের গরম তরল উপকরণ, ৫০০ মিলি লিটারের  ২বোতল চোলাই মদ জব্দ করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে (দুমকি থানার মামলা নম্বর-৪)।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।