• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিনে দুপুরে ঘরে ঢুকে মা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৪:১৮ অপরাহ্ণ
দিনে দুপুরে ঘরে ঢুকে মা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক ॥
কুমিল্লার দেবীদ্বারে ঘরে ঢুকে মা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। ঘটনার পর গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেছুর রহমানও। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আবু হানিফ, একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার ও মা মাজেদা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার। তিনি জানান, অভিযুক্ত ঘাতক মোখলেসুর রহমান মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে। ভোরে বাড়িতে ঢুকে চারজনকে জবাই করে সে। পরে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে তার মৃত্যু হয়।