• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দাতা সদস্যের প্রভাব খাটিয়ে দপদপিয়া কলেজে চলছে মদ্দিন মুন্সির মাদক ব্যবসা

admin
প্রকাশিত মে ২৭, ২০১৮, ১৯:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ নলছিটি দপদপিয়া ইউনিয়ন কলেজের মধ্যে ও পেছনে চলছে মহিউদ্দিন আকন ওরফে মদ্দিন মুন্সির মাদক ব্যবসা। সূত্র মতে, নলছিটি উপজেলা দপদপিয়া ইউনিয়ন কলেজের দাতা সদস্য মহিউদ্দিন আকন (মদ্দিন মুন্সি) দীর্ঘ কয়েক বছর যাবত মাদকের স্পট পরিচালনা করে আসছে। গত ২/৩ বছর আগে মহিউদ্দিনের মাদক স্পট ছিল ওই এলাকার কাঠের ঘর নামক স্থানে। সেখানে একাধিকবার র‌্যাব, পুলিশ মাদক সহ মহিউদ্দিনকে আটক করে এবং একাধিকবার হাজত বাসও করেছে। বর্তমানে মহিউদ্দিন মুন্সি মাদকের স্পট দপদপিয়া ইউনিয়ন কলেজ চত্ত্বরে ও পেছনে। চলছে জমজমাট ভাবে। আর এ মাদক ব্যবসার সহায়তা করছে কলেজের নিরাপত্তা কর্মি মোস্তফা আকন। নাম প্রকাশ না করার শর্তে দপদপিয়া ইউনিয়ন কলেজের এক শিক্ষক জানান, দীর্ঘ দিন যাবত এই কলেজ চত্ত্বরে ও কলেজের পেছনে মহিউদ্দিন মাদকের ব্যবসা করে আসছে। বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছিলাম। এতে মাদক ব্যবসায়ীর ভাতিজা রিমন ও সুমন এসে অশ্লীল ভাষায় হুমকি দিয়েছিল। এরপর থেকে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন, রিমন, সুমন সহ তাদের সঙ্গবদ্ধ চক্রের ভয়ে মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সূত্র আরো জানায়, সাম্প্রতি মহিউদ্দিন মুন্সি মাদকের স্পট থেকে নলছিটি থানা পুলিশ মাদক দ্রব্য সহ ইমরান ও কবির নামের ২ যুবককে আটক করেছে। দপদপিয়া ইউনিয়ন কলেজের শিক্ষার্থীর ২ জন অবিভাবক জানায়, মহিউদ্দিন আকন (মদ্দিন মুন্সি) এই কলেজের একজন দাতা সদস্য বিদ্ধ মান থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস করে না। তবে মহিউদ্দিনের মাদক ব্যবসার গাঁজা ও ইয়াবার নীল ছোবলে বেশি আক্রান্ত হচ্ছে দপদপিয়া ইউনিয়ন কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট ভাবে চলে মহিউদ্দিনের ইয়াবা ও গাজা বিকিকিনি। পাশাপাশি কলেজ চত্ত্বরে জমে মাদক সেবীদের আসর। মাদক ব্যবসায়ী মহিউদ্দিন ওরফে মদ্দিন মুন্সির গাঁজা ও ইয়াবা ব্যবসা বন্ধ করতে নলছিটি থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন (পিপিএম) জানান, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। তদন্ত সাপেক্ষে এই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।