• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দাঁড়িয়ালে খাস জমি অপদখলের চেষ্টায় তৎপর কুচক্র

admin
প্রকাশিত মে ১৬, ২০১৮, ১৪:৫৬ অপরাহ্ণ
দাঁড়িয়ালে খাস জমি অপদখলের চেষ্টায় তৎপর কুচক্র

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাটাদিয়া খেয়াঘাট এলাকায় সরকারি সিকিস্তি জমি চর পরে ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জব্বার বাবুলের চেষ্টায় একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এলাকার সাধারণ জনগণও চায় জমি অপদখল হওয়ার আগে সেখানে জনকল্যাণে ব্যবহার করা যায় এমন কিছু গড়ে উঠুক সরকারি উদ্যোগে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ভূমি অফিসের অসাধু চক্র ওই জমি নিয়ে বাণিজ্য শুরু করে দিয়েছে। সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অসাধু সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন দাড়িয়াল গ্রামের ভূমিদস্যু সাবেক ইউপি মেম্বর মোশারেফ হোসেনের সাথে তিন লক্ষ টাকায় ১শ’ শতাংশ জমি বন্দোবস্ত পাইয়ে দিতে অবৈধ চুক্তি করে নগদ এক লক্ষ টাকা গ্রহণ করেছে। জমি পাইয়ে দেওয়ার প্রক্রিয়া হিসেবে একটি নকসা করে অনুমোদনের জন্য জেলা প্রশাসকের বরাবর প্রেরণও করেছেন। উল্লেখ্য যে, উক্ত জমিতে জেলা প্রশাসন অফিসের একটি নোটিশ ঝুলানো হয়েছে। ইউনিয়নের সোহেল হাওলাদার, গোলাম মোস্তাফা ও আব্দুল কালাম জানান, বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন ভূমিদস্যু, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনকে একশ’ শতাংশ জমি অবৈধভাবে বুঝিয়ে দিয়ে ৩ লক্ষ টাকার চুক্তি করে নগদ এক লাখ নিয়েছে। সরকারি জমি যাতে বেদখল না হয়ে সাধারণ মানুষের উপকারে ব্যবহার হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এলাকাবাসী প্রশাসনের সুনজর কামনা করেন এবং ওই জমির ওপর লোলুপ দৃষ্টি দেওয়া অসাধু কর্মকর্তা ও স্থানীয় ভূমিদস্যুদের তৎপরতা বন্ধে কঠোর হস্তক্ষেপ দাবি করেন।