• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দশমিনায় বৃষ্টিতে চাষির স্বস্তি, সতেজ আমন ক্ষেত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১৭:৪০ অপরাহ্ণ
দশমিনায় বৃষ্টিতে চাষির স্বস্তি, সতেজ আমন ক্ষেত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর দশমিনায় দীর্ঘদিন খরার পর স্বস্তির বৃষ্টিতে ধান ক্ষেতগুলো সতেজ হয়ে উঠেছে। এতে স্বস্তি দেখা দিয়েছে স্থানীয় কৃষকদেরর মাঝে।

দীর্ঘদিন খরার কবলে পড়ে আমন ধান ক্ষেতগুলো শুকিয়ে গেছে, অনেক ধানের গাছ লালচে আকার ধারণ করেছিল। গত কয়েক দিন যাবৎ স্বস্তির বৃষ্টিতে আমন ধানের ক্ষেতগুলো সবুজে ভরে উঠেছে।

উপজেলা কৃষি সূত্রে জানা যায়, উপজেলার বেশিভাগ মানুষের আয়ের উৎস কৃষি। চলতি মৌসুমে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার হেক্টর, অর্জিত হয়েছে ১৮হাজার ৫শ’ হেক্টর। আমন ধানের ক্ষেতগুলোতে এ মুহূর্তে বৃষ্টি খুবই প্রয়োজন ছিলো। গত কয়েক দিন যাবৎ থেমে থেমে বৃষ্টির ফলে আমন ধানের ভালো ফলনের প্রত্যাশা চাষিদের।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া এলাকার আমন চাষি শংকর চন্দ্র শীল, মজিদ হাওলাদার, জামাল হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার ও মজিবুর রহমান বলেন, এ বৃষ্টি আমাদের কাছে ঈদের খুশির মতো। তবে এ বৃষ্টি যদি মাসখানেক আগে হতো তাহলে আমাদের আমন ক্ষেতে রোগের দেখা দিতোনা। এখন ধানের চারা তাড়াতাড়ি বড় হবে। আমন ধানের গাছ হতে অতিদ্রুত ধানের শীষ বের হবে।

আরেক চাষি উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের ইউনুছ তালুকদার বলেন, চলতি বছর বর্ষা মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় আমন ধানের ক্ষেতগুলো শুকিয়ে গেছে। গাছ বৃদ্ধি কম হয়েছে। বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিসার জাফর আহম্মেদ বলেন, চলতি মৌসুমের শুরুতে কম বেশি বৃষ্টি হলেও মাঝ পথে র্দীঘ সময় বৃষ্টির পানি না হওয়া কৃষকরা একটু চিন্তিত হয়ে পড়েন। এই বৃষ্টির ফলে আমন ধানের ক্ষেতগুলোর অবস্থান পরির্বন হবে। আমন ধানের ফলন ভালো হবে।