• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দশমিনায় চেক জালিয়াতি করতে গিয়ে ধরা মাদ্রাসা সুপার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩, ১৯:১৮ অপরাহ্ণ
দশমিনায় চেক জালিয়াতি করতে গিয়ে ধরা মাদ্রাসা সুপার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর দশমিনায় চেক জালিয়াতি করতে গিয়ে মো. মোশারফ হোসেন নামে এক মাদ্রাসা সুপার পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংকের ম্যানেজার ইমাম হোসেন জানান, উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসা সুপার মো. মোশারফ হোসেন ৪৩ হাজার টাকা উত্তোলন করতে তার শাখায় যান। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর না মেলায় তিনি সুপারকে চাপপ্রয়োগ করেন। পরে সুপার জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

ব্যাংক ম্যানেজার বলেন, মাদ্রাসার সভাপতি পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, মাদ্রাসা সুপার অন্তত ১৫ বার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত সুপারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।