বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর দশমিনায় গাছের ডাল কাটতে গিয়ে মো: রফিক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক হাওদার উপজেলার রনগোপালদী ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের মরহুম কাঞ্চন হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির বসতঘরের পাশে নিজস্ব গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে নিচে পড়েন রফিক। এ সময় শব্দ শুনতে পান পরিবারের স্বজনরা। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন তালুকদার জানান, আমি মিটিংয়ে আছি, তবে খোঁজখবর নিচ্ছি।