• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দক্ষিনাঞ্চলের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষন শেষে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৮:৪৩ অপরাহ্ণ
দক্ষিনাঞ্চলের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষন শেষে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরন

oplus_0

আমতলী প্রতিনিধি॥ বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অসহায় এবং অস্বচ্ছল ৩০ জন নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।

বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কালের কন্ঠের সিনিয়র সাব এডিটর জাকারিয়া জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম আরিফ, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরু হক কাওসার, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, বাংলাদেশ ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য মোঃ আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এবং আমতলী উপজেলা শুভ সংঘের উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান, সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ।

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ ও কলাপাড়া উপজেলা প্রতিনিধি জসীম পারভেজ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শুভসংঘের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ইমন ও কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিরাজ।

সেলাই মেশিন প্রাপ্তিতে উচ্ছ্বাসিত ৩০ জন নারী পারিবারিক ভাবে আর্থিক স্বচ্ছ্বলতা ফিরিয়ে আনতে পারবে বলে প্রত্যাশা করেন।