• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

থালা-বাটির বদলে বই পুরস্কার পেয়েছে শিক্ষার্থীরা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১৯:২০ অপরাহ্ণ
থালা-বাটির বদলে বই পুরস্কার পেয়েছে শিক্ষার্থীরা

শামীম আহমেদ ॥ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় থালা-বাটি উপহার দেওয়ার প্রচলন চলে
আসছে যুগ যুগ ধরে। এবার সেই প্রচলণের পরিবর্তে প্রতিযোগিতার বিজয়ী
শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে বই। ব্যতিক্রমধর্মী এই
আয়োজনটি করা হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান
মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে।
দুই দিনব্যাপী প্রতিযোগিতার শেষদিন বুধবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির
সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের বই তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান
মোহাম্মদ মনিরুজ্জামান, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরিফুল কামাল, সাবেক
অধ্যক্ষ ফিরোজ ফোরকান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা,
সমাজসেবক লোকমান হোসেন আকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক প্রণয় কান্তি অধিকারী।