রোকনুজ্জামান সবুজ জামালপুর ॥
ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইসলামপুর জাতীয় পার্টি আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ। গত ৩ দিনে ধরে ইসলামপুরের কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে আশ্রয়ন প্রকল্পে বন্যা কবলিত বানভাসী মানুষের মাঝে এসব ত্রান বিতরন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি’র আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ।
ইসলামপুরের লাউদত্ত ঘাট থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে বন্যা দুর্গত মানুষের মাঝে চাউল, মুড়ি, চিড়া, আলু, গুর, টোস্ট বিস্কুট, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ইসলামপুরে ত্রাণ বিতরণের সময় মোস্তফা আল মাহমুদের সফর সঙ্গী ছিলেন উপজেলা জাতীয়পার্টি যুগ্ম আহ্বায়ক জিল্লু রহমান বিপু, আনোয়ার হোসেন, আব্দুল ছালাম ঘুনু, ফেরদৌসুর রহমান সরকার, হাফিজুর রহমান জেম্স, শাহবুদ্দিন , সুজন, মাহমুদুল্লা, তারা মিয়া, খোরশেদ আলম, হারুন রশিদ, জুয়েল সরকার, হিরু মিয়া, দেলোয়ার হোসেন দেলু, সাব্বির রহমান, সামিউল হক প্রমুখ।