• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তোফায়েল আহমেদের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ১৮:২২ অপরাহ্ণ
তোফায়েল আহমেদের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ছেলে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ফারজানা বিনতিকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের সমন্বিত বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এ মামলাটি দায়ের করেন।

দুদকের বরিশাল অঞ্চল সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ১৫ টাকার সম্পদ অর্জন পূর্বক নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে দুদক বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে।