বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ অন্তর্বর্তী সরকারের ভালো কাজকে ব্যর্থ করার অপচেষ্টাকে প্রতিহত করতে হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থেকে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বরিশালে মহানগর জামায়েত ইসলামী আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।
স্বৈরাচার হাসিনা পতনের মধ্য দিয়ে দেশের মানুষ মুক্তি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে দাওয়াতি কার্যক্রম বাড়ানোর দিকনির্দেশনা দেয়া হয়েছে। কোনো মানুষকেই যেন অবহেলা অবজ্ঞা করা না হয়।
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নানা কৌশলে এক এগারো সৃষ্টি করে গত ১৫ বছর বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে অবৈধ হাসিনা সরকার। জামায়েত ইসলামীসহ বিরোধী দলগুলোকে চরম অত্যাচার করেছে।
তিনি বলেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে সাজানো মামলায় জামায়াত নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পর সারাদেশ ফুঁসে উঠেছিল। চরম নিষ্ঠুরতা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল জামায়াতকে। এমনকি, দেশের কোথাও বাহিরে তো নয়ই, ঘরের মধ্যেও বিয়ে বা সমাজিক অনুষ্ঠানও করতে দেয়নি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। তবে যারা দ্বীনের পথে কাজ করে আল্লাহ পথে চলে তাদের সমুদ্রে নিক্ষেপ করলেও সেখান থেকে জেগে উঠা যায়।
তিনি আরও বলেন, আমরা চেয়েছি সরকার পরিবর্তন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন, সরকার যে সীমাহীন জুলুম নির্যাতন করেছে সেখানে শুধু পতন ঘটলেই হবে না, শিক্ষার্থীদের তুমুল আন্দোলন ও রাজনৈতিক দলসমূহের সমর্থনে এই সরকার বিরোধী আন্দোলনে শুধু সরকারের পতন হয়নি, তারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা এক সময় হুংকার দিত আমাদেরকে এই দেশের থাকতে দিবে না তারা আজ কোথায় আছে আমরা তো জানি না। যুগে যুগে আল্লাহ তাআলা জালিমদেরকে এভাবেই অপমানিত করেন আর মুসলিমদেরকে সহযোগিতা করেন।
তিনি বলেন, আমিরে জামায়াতের নির্দেশে সম্মানিত সেক্রেটারি জেনারেলসহ আমরা বরিশাল অঞ্চলের সকল শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। এই শহীদরা যে স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করছে সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়েত ইসলামী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। নবগঠিত সরকার এক মাস সময় পার করছে আমরা আশা করি এই সরকার দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে এটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবে।
নগরীর ফারিয়া কমিউনিটি সেন্টারে ‘ইউনিট দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠানে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।
বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন শুরু হয় সকাল ৯টায়। শেষ হয় দুপুর ১২ টায়। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।